প্রেমের শরাব
লকিতুল্লাহ মাহমুদ চিশতী
চোখ সাধু আর মন সাধু করলে হবে ভালো ,
থাকবে নারে পাপের ভয় বিবেক হবে আলো।
জাগবে তখন মনুষ্যত্ব বাঁচবে তখন ঈমান,
চিনবে তখন পাপ আর পূণ্য সবাই হবে সমান।
কোরআন পড় শিক্ষা করো কোরান বুঝতে হবে,
নৈলে এবার ফেরকা চোরায় ঈমান গিলে খাবে।
পাঠ্য নহে খোদার কালাম করছি বুকে লালন,
বুঝছি এখন ছাড়তে হবে ধ্বংস হবার কারন।
খোদার নামে প্রেমের সুধা যে করিল পান,
তাঁর হৃদয়ে হুর থাকেনা, থাকেনা গেলমান।
থাকে শুধু মাশুকের গুন মাশুকের কীর্তন,
গুনকীর্তনে পেয়েছি এই শরাবের বর্তন।
সত্যের মতো পাইনি বড় ধর্ম যাতে রয়,
মিথ্যার মতো পাইনি কিছু পাপ বড় হয়।
আমরা কবি আমরা মানুষ আমরা অভেদ জাতি,
আমরা হবো সবাই সবার দুঃখের সুখের সাথি।
কাব্যগ্ৰন্থঃ বিলাসী মন।