শারমিন সিদ্দিকীর আবেগোত্থিত অনুভূতি, উপলব্ধির কবিতা “সে কোথায়”

452
“সে কোথায়”
শারমিন সিদ্দিকীর আবেগোত্থিত অনুভূতি, উপলব্ধির কবিতা “সে কোথায়”

সে কোথায়

                  শারমিন সিদ্দিকী

পাহাড় ও পাহাড়, তুমি কি জানো
সে কোথায়?
হ্যাঁ, জানিতো, তুমি যেথায়
সে ও হেথায়।

ধ্যাৎ, কি যে বলো সব–
তা-ই যদি হয়
তবে কি তোমার কাছে এসে
হেঁটে পা করি ক্ষয়?

সবুজ ঘন বন, তুমি বলতো
সে কোথায়?
ধুর পাগলী, সেতো আছে
তোমার হিয়ায়।

সাগর, বলো নাগো আমায়
সে কোথায়?
সে? সে আছে তোমার
মনের আঙিনায় ।

রূপালী চাঁদ , বলোনা তুমি
সে কোথায়?
সে আছে গো আছে তোমার
মনের মনিকোঠায়।

তোমরা যা বলো আমায়
সত্যিই কি তাই?
তাহলে কেন খুঁজছি তাকে
হয়ে অসহায়?

দিগন্ত, ওরা যা বলে
সত্যিই কি তাই?
হ্যাঁ গো হ্যাঁ, রেখো বেঁধে আঁচলে
বলো না যেন বিদায়।

যাক বাবা, বাঁচা গেল এবার
ঘরে ফিরে যাই,
দোয়া রইল সুখে থেকো
তোমরা সবাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here