ভারত থেকে কলমযোদ্ধা-সোনিয়া ঘোষ’র জীবনমুখী কবিতা“সংসার”

317
সোনিয়া ঘোষ’র জীবনমুখী কবিতা “সংসার”

সংসার
সোনিয়া ঘোষ

সংসার বস্তুটা বড় অনির্দেশ্য !
কখনো ভালোবাসার মানুষদের না চাইতেও দূরে সরাতে হয়,
কখনো অপছন্দের মানুষ গুলোকেও কাছে টেনে নিতে হয় |
কখনো নিজের খুশি অদেখা করে পরের খুশিটা মেনে নিতে হয়,
আবার কখনো নিজেকে ভালো রাখতে গিয়ে অপরকে কষ্টও দিতে হয় |

কখনো মুখ বন্ধ করে সৈতে হয় অনেক অগ্রাহ্য কথা,
কখনো নিজেকে প্রমান করতে গিয়ে বলতে হয় কঠোর কথা |
কখনো আবার সত্যিকারে ভালো থাকাকে ঢেকে দিতে হয় একটা কাল্পনিক ভালো থাকা দিয়ে ,
কখনো ওই কাল্পনিক জগৎ থেকে বেড়িয়ে নিজেকে তুলে ধরতে হয় বাস্তব জগতের কাছে |

কখনো যেমন রাগ অভিমান বালিশের তলায় চাপিয়ে হার মেনে নিতে হয় সম্পর্ক বাঁচাতে,
তেমনি কখনো আত্মসম্মান ধরে রাখতে গিয়ে হারাতে হয় অনেক প্রিয় মানুষকে |
কখনো কিছু পাওয়ার আশা না রেখে উজাড় করে দিতে হয় সব,
কখনো নিজের প্রাপ্যের জন্য লড়তে হয় কঠিন লড়াই |

কখনো ভবিষৎ ভেবে বর্তনামকে গলাটিপে মারতে হয়,
আর কখনো আবার বর্তমান নিয়েই বাঁচতে হয় |
দেনা-পাওনা, হিসেবে-নিকেশ, ভাঙা-গড়া এই নিয়ে কেটে যায় জন্ম থেকে মৃত্যুর পথ-
তোমাদের ভাষায় যার নাম সংসার |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here