তারুণ্যের কবি জেসমিন জাহান এর অসাধারন কবিতা “এক অন্য তুমি ”

489

এক অন্য তুমি

                    জেসমিন জাহান

সন্ধ্যার আকাশে অর্ধেক চাঁদ হাসছিল
আর পাশে ছিলে তুমি
ঘড়ির কাঁটা এত দ্রুত এগিয়ে গেছে
বুঝতে সময় লেগেছে তারও বেশি
দিগন্তে মিশে যাওয়া আকাশের পর্দাটা
যখন গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিলো
তোমার কথারা খেই হারিয়ে ফেলছিলো
মুগ্ধ আমি চেয়েছিলাম অপলক
আর ভাবছিলাম এই নতুন তোমাকে
হয়তো নতুন নও মোটেই
আমার অনভ্যস্ত চোখে হঠাৎ করে
হয়ে উঠেছিলে স্পন্দনমুখর-বাকপটু।
বহুপথ হেটে গঙ্গা যেখানে বুড়ি হয়েছে
সেখানে হারালাম নিজেদের।
চারিদিকে যৌবনের হাট বসিয়েছে নদীটি নিজেকে নামের অপবাদ থেকে বাঁচাতে
তার যৌবন বিলিয়ে দিয়েছে চারপাশে
উচ্ছ্বল- চঞ্চল প্রজাপতিদের মাঝখানে
সবুজ কার্পেটের আসন পাতা
সেখানে বসতেই খুলে গেলো মনের ঝাঁপি আর অচিন ভাবনাগুলো উঁকি দিচ্ছিল।
অতলস্পর্শী কথার সমুদ্রে ডুুবে গেলাম যখন হুশ হলো তখন গাঢ় আঁধার নেমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here