এক অন্য তুমি
জেসমিন জাহান
সন্ধ্যার আকাশে অর্ধেক চাঁদ হাসছিল
আর পাশে ছিলে তুমি
ঘড়ির কাঁটা এত দ্রুত এগিয়ে গেছে
বুঝতে সময় লেগেছে তারও বেশি
দিগন্তে মিশে যাওয়া আকাশের পর্দাটা
যখন গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিলো
তোমার কথারা খেই হারিয়ে ফেলছিলো
মুগ্ধ আমি চেয়েছিলাম অপলক
আর ভাবছিলাম এই নতুন তোমাকে
হয়তো নতুন নও মোটেই
আমার অনভ্যস্ত চোখে হঠাৎ করে
হয়ে উঠেছিলে স্পন্দনমুখর-বাকপটু।
বহুপথ হেটে গঙ্গা যেখানে বুড়ি হয়েছে
সেখানে হারালাম নিজেদের।
চারিদিকে যৌবনের হাট বসিয়েছে নদীটি নিজেকে নামের অপবাদ থেকে বাঁচাতে
তার যৌবন বিলিয়ে দিয়েছে চারপাশে
উচ্ছ্বল- চঞ্চল প্রজাপতিদের মাঝখানে
সবুজ কার্পেটের আসন পাতা
সেখানে বসতেই খুলে গেলো মনের ঝাঁপি আর অচিন ভাবনাগুলো উঁকি দিচ্ছিল।
অতলস্পর্শী কথার সমুদ্রে ডুুবে গেলাম যখন হুশ হলো তখন গাঢ় আঁধার নেমেছে।