নীরব নীরবতা
বিজিত গোস্বামী
“”””””””””””””””””
আমিই প্রথম যৌবন ঠেলে এগুতে চাইছি
আমিই প্রথম চওড়া বুকে ভাসমান
স্বপ্ন কুড়োতে চাইছি—
আমিই প্রথম রাতের স্যাঁতস্যাঁতে কুঠুরি বুকে
মৃত্যু প্রহসনে আঁতকে ওঠি!
কান্নার তীব্র দহন পুড়িয়ে মৃত্যুর
ছবি বুকে তুলি।
তাজা শবের পাশে দাঁড়িয়ে এক মিনিট
অসহায় জেনেও সময়ের সাথে
বাঁধা পরে গেছি।
ভাবছি;সভ্যতার ঘুম ভাঙা কী সহজ?
কোথায় যেন কালো কুচকুচে আকাশ
ডেকে নেয় অবক্ষয়ে
কোথায় যেন এক বুক সন্তর্পণ
জোনাকির মুমূর্ষু সন্ধ্যা নামে—
কুৎসিত চোখ নির্লজ্জ বাসনার অন্তর্দহন
সেটাকেই আলো ভেবে
জীবনের সাথে মানিয়ে চলি।
আমিই প্রথম ছবির পাশে হাজার বার
মরেও বেঁচে আছি;বেঁচে থাকি।