কবি রোজিনা রুমি এর এক জীবন ছোঁয়া কবিতা “একদিন মন তুমি ফিরে আসবে ”

663

একদিন মন তুমি ফিরে আসবে

                                              —————–
                                        রোজিনা রুমি

মানুষের মন
যেন কোথায় কোন গহীণে লুকিয়ে থাকে,
হয়ত আবৃত থাকে মোটা আবরণে ।
দেখা যায় — আবার দেখা যায় না
ছুঁয়ে দেখি— নাগাল পাইনা
কাছে যাই — খুব কাছে
মনে করি এইতো পেয়ে গেলাম।
পেয়ে গেলে মনে হয়
জগতের সবকিছু আমার হাতের মুটোয়,
আমাকে আর কে রোধ করতে পারে
আরও কাছে যেতে।
এই মনটা সম্পূর্ণ তো আমার
এর উপর আমার –ই একমাত্র অধিকার।
এ অধিকারের বলে পেয়ে যাই
একান্ত কাছে,
আশেপাশে আর কেউ থাকেনা
কখনও কেউ কাছে ঘেঁষে না।
এভাবে কেটে যায় অনেকগুলো বছর,
বিশ পঁচিশ ছাব্বিশ কিংবা ত্রিশ।
তারপর একদিন
মোটা সেই আবরণ ভেদ করে
সে মনের দখল নেয় অন্য কেউ।
মনটাও চলে যায় অবলীলায় তার কাছে
ভেবেও দেখেনা এতগুলো দিন আমারি কাছে ছিলো
আমি ই আগলে রেখেছিলাম ক্যাঙ্গারুর মতো,
কত সুখ কত দুঃখ কত আনন্দ আর কত বেদনার স্মৃতি আজ বিস্মৃতির অতলে।
মানুষের শরীর এক শক্ত মলাটে আবদ্ধ বলে হয়ত মনটা ও নয় ছয় মোটা আবরনে আবৃত থাকে।
যে আবরণ খুলে মনটা কে বের করে আনা যায় কিন্তু ধরে রাখা যায় না।
আজ আমার তো কাল অন্য কারো।
এভাবেই হাত থেকে হাত বদল
আর মন থেকে মন বদল হয়।
এভাবে আমাকে রেখে
মন চলে যায় অন্য কোথাও—-
আমি শুধু থেকে যাই এপারে।
বিশ্বাস —একদিন মন তুমি ফিরে আসবে
আগলে রাখা অতীতের ক্যানভাসে,
চোখে চোখ রেখে দাড়াবে সম্মুখে
দেখবে ঠাঁই দাড়িয়ে আছি
কালের সাক্ষী হয়ে
মুষড়ে পরিনি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here