জয় বাংলা
নাসরিন জাহান মাধুরী
কেউ চাইলেই লিখতে পারেনা একটা বিজয়ের কবিতা
যে বিজয় দেখেনি , বিজয়ের গান শোনেনি , কবিতা পড়েনি
বিজয়ের গল্প শোনেনি কোনদিন
যেই গল্প কোন রূপকথা নয়
রক্তগঙ্গার বিনিময়ে অর্জিত বিজয়ের গল্প।
সে কেমন করে লিখবে বিজয়ের কবিতা…
তার চোখে এখনো পরাধীনতার রাজাকার ,
তার চোখে এখনো শৃংখলের অনুশাসন
কদাকার ঘুরে ফিরে ,ফেলে এখনো বিষাক্ত নিঃশ্বাস
রুখে দিতে চায় মুক্তির জয়গান
রুখে দিতে চায় বয়ে চলা স্বাধীন নদীটিকে ।
যে বিজয় দেখেছে , বিজয়ের গান শুনেছে
জয় বাংলা শ্লোগান শুনেছে
সেইতো ভালোবাসে এই বাংলার মাটি, জল হাওয়া
বিজয়ের কবিতা লিখে সে
ছবি আঁকে লাল সবুজ পতাকার
স্বাধীন পতাকা হাতে দৌড়ায় হাজার বছর ধরে
সেই স্বপ্নের মহানায়কের সাথে
মাথা উঁচু করে বজ্র কন্ঠে বলে জয় বাংলা
চোখে তার স্বাধীন দেশের বিজয়ের আলো জ্বলজ্বল করে।