সমাজ সভ্যতার লেখক-দিলরুবা বেগম এর নির্বাক চোখে লিখা কবিতা “সেই চিরচেনা পথে”

284
“সেই চিরচেনা পথে ”
দিলরুবা বেগম এর নির্বাক চোখে লিখা কবিতা “সেই চিরচেনা পথে ”

সেই চিরচেনা পথে

————————–দিলরুবা বেগম

চিরচেনা পথে বহুদিন পরে
আমি আর তুমি আবার হ
কত প্রিয় মূহুর্তের
জলছবির টেউ
আছড়ে ভাঙ্গে হৃদয়ের কূলে।

সেই চিরচেনা পথে ঘুরেফিরে
আবারও একই পথের পথিক
আমি আর তুমি
চেনা ঘ্রাণ,শব্দ, স্পর্শের মনোবাসনা।
বহমান অস্থিরতা মনস্তাপ পুড়িয়ে
জাগ্রতচিত্তের বাঁধভাঙ্গা জোয়ারে
জলকেলি মেতেছি নবরূপে প্রণয়ে।

ভালোবাসা শক্ত মৃত্তিকা
গোলাপ ফুটাতে পারি !
র্নিভয়ে শঙ্কাহীন, বিভিষীকায়
মৌনতার মিছিল ভেঙ্গে
যদি দাও তোমার দুটি হাত বাড়িয়ে।
চিরচেনা পথে একটু সুখের আশায়
কত যে রজনী গেছে পেরিয়ে
ঢুকরে ঢুকরে কেঁদে
হৃদয়ে আরশ
তোমার মগ্নতার নেশায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here