কষ্ট
সালমা খাতুন
কষ্ট তোমার আছে কি লাল, নীল কোন রং।
তোমার ছলা কলায় তুমি কতযে সাজাও ঢং।
যদি পারতাম ধরতে তোমায় বুঝতে তবে মজা।
থানা পুলিশ ঢেকে তোমায় দিতাম কভূ সাজা।
রাজত্ব করে চেপে বসে আছ এ বসুন্ধরায়।
লুকিয়ে তুমি লুকোচুরি খেল কর কত বড়াই।
তুমি পার অশ্রু দিতে পারনা দিতে সুখ।
তুমি কি হাসো আমায় দেখে দুঃখ ভরা মূখ
কষ্ট তুমি নষ্ট কর জীবন সুখ কর চুরি ।
নিতে চায়না কষ্ট তোমায় সুখ খুজিঁ ভুরি ভুরি ।
লেখক পরিচিতি : সালমা খাতুন ,প্রভাষক , সমাজকর্ম বিভাগ
রায়পুরা সরকারি কলেজ ,রায়পুরা, নরসিংদী।