অতিথী পাখি
শেখ আবু মুয়াজ
সেই ছোট্ট বেলা ,
ছুটা ছুটি ছেলে খেলা।
তারপর হঠাৎ একদিন,
কিছু একটা না বলে,
তুমি চলে গেলে।
পৌষের বৃক্ষ সম পাতাহীন,
আমায় করে একেলা,
ভেঙ্গে দিয়ে ধুলা বালির সংসার খেলা।
অতিথী পাখির বেসে,
আবার ফিরে এসে।
এতটা দিন পরে ,
যদি জিজ্ঞাস কর মোরে।
আমি কেমন আছি,
আনন্দ উচ্ছাস ভরে,
শুধু এতটুকু বলব উত্তরে,
আমি তো আমার মতো বেঁচে আছি।
তুমি কি বলতে পারো,
আজো কি আমার?
হয়ে আছ একাকার,
নাকি অন্য কারো?
আমার মতো করে,
কেউ কি তোমারে?
খুব কাছ থেকে,
চোখে চোখ রেখে।
মুখে লয়ে মিষ্টি হাসি,
ভালোবাসি! ভালোবাসি!
বলেছে বারে বারে,
জানো! আমি খুব সুখে আছি,
ছোট্ট দোচালার ঘরে মধুমতীর পাড়ে।