জাগরুক কবি নীলা আলম এর ইন্দ্রিয়ের অনুভূতির সৃজনশীল কবিতা “কল্পনার হিরোপামা ”

564
নীলা আলম এর ইন্দ্রিয়ের অনুভূতির সৃজনশীল কবিতা “কল্পনার হিরোপামা ”
জাগরুক কবি নীলা আলম

কল্পনার হিরোপামা

                             নীলা আলম

~~~~~~~~
একদিন কল্প আকাশে যুবক চেয়ে দেখে, কি অপূর্ব নীল!
আর সোনালী ডানার চিল,
সবই কেমন অভাক হওয়ার মতন….
যুবক তাকিয়ে আছে অপলক ,হঠাৎ!!!
সমস্ত আকাশ জুড়ে রুমঝুম নৃত্য আর সুরের তান্ডব
একটা দুটো করে নামছে পরি…
হলো হাজার শতেক মন বাহারি,
ঐ তো অসংখ্য লাল – সাদার মাঝে ঠিক ফুটে উঠেছে নীল সে পরি….
আর কিছুই দেখতে পেলাম না,
যখন চৈতন্য ফিরল তখন অভাক!দেখি হ্যাঁ সেই নীল পরিটা,বলি কে তুমি?
কি তার চাহনি, ঠোঁট দুটি নড়িয়ে আমি গো আমি যে হিরোপামা পরিদের নিবাস,
এসেছি অতৃপ্ত সুখের সন্ধানে তোমাদের এই ভূবলয়….
বলি হে যুবক সে সুখ পাবো কোথা?
যুবক ভাবে! কি বলবে…
তার শব্দেরা যে রামধনুর উদয় করতে পারছেনা,
সে শুধুই স্বপ্নের বাস্তবায়ন ছাড়া কিছুই ভাবতে পারছেনা,
বিরবির করে বলছে শুধু এ হিরোপামাকে যে তার চাই...
মেলাতে পারছে না কিছুতে যুবক, কেমন করে কি হবে,
বিধাতা কি এবার তাকে নজর দিলো তবে;
ধ্যানমগ্ন ভাঙ্গিয়ে আলতো হাতের ছোঁয়ায়,
হিরোপামা কেমন তাকিয়ে আছে কি যেন কি আশায় ;
ভাবছে যুবক অহংকারী নয়তো হিরোপামা,
আমার ছোট কুঠরী জড়ানো লতাপাতা….
সেকি আর থাকবে শ্রুভ্রশীর্ষ কাশফুলের দোলায়….
যুবক মনে মনে বলছে হে হিরোপামা…
চাও যদি তুমি তবে দিতে পারি আমি ভালোবাসার চাপা –
মল্লিকার সুভাস,কুহু ঝংকারিত মধুর নেশা তোমার অতৃপ্ত সুখ….
বল আর কি চাই তোমার?
সাজাবো বাসরী ঘর,
খোলা আকাশ মুক্ত বাতাস যুক্ত করিব নানা জোনাকির আলো আহা…
জোছনা মাখাবো গায়…..
চমকে উঠি হিরোপামা ডাকি
বলিল যুবক হায়!
তোমায় ছাড়া যৌবন আমার বৃথা যেন যায়…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here