প্রিয়তমেষু
রেবেকা রহমান
প্রিয়তমেষু,
কাজের মধ্যে এই
এই আছো এই নেই
আকাশ জুড়ে ঝিনুক সাদা আলো
কুড়িয়ে আনা মেঘে বৃষ্টি মোটামুটি
দেখা হবে ময়ুর দিনে
জানোনা কিছুই, নেইকো তোমার ছুটি!
তোমার মিথ্যে সকাল সন্ধ্যা রোজ
পুড়ে যাছি আঁচে, রাখছোনা তো খোঁজ –
চলো। পালাই পালাই রবে
মিথ্যা কথা ঢের হয়েছে আর কেন গো তবে?
কনে দেখা আলোয় হঠাৎ ঝিলিক তোলে নদী
গাছের পাতা ঘোমটা খুলে, ভালোবাসো যদি!
বলছিলাম কী
নিরাশক্ত চলন তোমার, অনাশক্ত মন
আমার আছে খোলা হাওয়া, আসতে পারো যখন তখন!