বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কলমযোদ্ধা-হামিদা আনজুমান এর কবিতা “একটি পাখি”

576
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কলমযোদ্ধা- হামিদা আনজুমান এর কবিতা “একটি পাখি”

একটি পাখি

        হামিদা আনজুমান

একটি পাখি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে
সেই পাখিকে আমরা চিনি শেখ মুজিবুর নামে।
আঁধার কালো সময় এলো এই সবুজের দেশে
নির্যাতনের পাহাড় নামে মাথার উপর এসে।

সেসব দিনে অগ্নিঝড়া মার্চে এলো হাক
দেশের জন্য ঝাঁপিয়ে পড়ার সম্মোহনী ডাক।
সে ডাক দিলেন বঙ্গবন্ধু টুঙ্গীপাড়ার পাখি
কেউ কি তখন মরার ভয়ে ঘরে বসে থাকি?

লক্ষ প্রাণে লক্ষ প্রদীপ জ্বলে আগুন নিয়ে
সে আগুনে শত্রু নিধন করলো জীবন দিয়ে।
লাল সবুজের এই দেশেতে শত্রু খতম করে
বীর বাঙালি মুক্তি আনে রক্ত নদী চড়ে।

এই দেশেরই বুকের মাঝে সেই পাখিটার বাস
রইবে প্রিয় মুজিব তুমি অমর বারোমাস
একটি আঙুল একটি কণ্ঠ স্বাধীনতার ডাক
সেই পাখিটা হৃদয় মাঝে আছে আজো, থাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here