“সাদা পাতার মন চাই”
_মিনু আহমেদ।
একটি সাদা পাতা চাই—
লিখবো চিঠি—আজও ভালোবাসি তোমায়।
নীল খামে লিখবো ঠিকানা।
আকাশে উড়ে বেড়াবে—
খোলা থাকবে মনের জানালা।
একটি সাদা মন চাই—
যে মনের আকাশে আমি রং ছড়াবো।
সাত রঙে সাজিয়ে দিবো মনের আঙ্গিনা।
একটি সাদা কাগজ চাই—
লাল কালিতে নাম লিখবো,
গোলাপের পাপড়িতে রোজ সাজাবো।
একটি লাল গোলাপ চাই—
তোমাকে লেখা পত্রের ভাঁজে ভাঁজে—
ছড়িয়ে দিবো তাই।
একটি লাল শাড়ি চাই—
হাতে রেশমি চুড়ি আর পায়ে নূপুর পরে হাঁটবো বলে,
তোমার মনের করিডোরে।
সকাল-দুপুর‚সন্ধ্যা-সাঁঝে—
ঝুমুর ঝুমুর হেঁটে চলবো তোমার মনের আঙ্গিনায়।
একটি সাদা মন চাই—
মনের জমানো কথাগুলো বলবো বলে।
ভালোবাসার মান-অভিমানে খেলবো বলে।
কখন আসবে তুমি—?
আর কতকাল অপেক্ষা করবো!
কবে শেষ হবে এ পত্র লেখা!