বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কলমযোদ্ধা-নাসরিন জাহান মাধুরী এর কবিতা “বঙ্গবন্ধু ”

490
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কলমযোদ্ধা- নাসরিন জাহান মাধুরী এর কবিতা “বঙ্গবন্ধু ”

বঙ্গবন্ধু

নাসরিন জাহান মাধুরী

এই দেশ বাংলাদেশ
আমরা বাঙালী
বীরের জাতি

আমাদের স্বাধীনতা ছিলোনা কারো দান
দুইশো বছর ছিলো বৃটিশের শাসন অপমান…

তারপর পাকদের নিপিড়ন
কেটে যায় আরো চব্বিশ বছর
শুষে নেয় এদেশের রত্ন ভান্ডার
ভাষা কাড়ে, প্রাণ কাড়ে
তবুও হয়না তৃপ্তি আহা লোভের বাহার…

যে ছেলেটি জন্ম নিলো অজগ্রামে টুঙ্গীপাড়ার…
কে জানতো সেই হবে স্বপ্নদ্রষ্টা
স্বাধীন বাংলার..
সে ছেলেটি স্বপ্ন বুনে
এদেশ আমার এ মাটি আমার
এই ভাষা আমার…

বর্গীদের সরাতে হবে এমাটি থেকে
একটু একটু করে স্বপ্ন ছড়ে গেলো দেশময়
বাংলার মানুষ মুক্তি চায়
বাংলার মানুষ স্বাধীনতা চায়

ভেসে আসে বজ্র বাণী
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
বীর বাঙালী জাগো
যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো..

কোথায় অস্ত্র?
কোথায় অন্ন?
কোথায় বস্ত্র?
তবুও বাঙালী পরোয়া করেনা
তরুণ, যুবক, বৃদ্ধ কেউ থাকে না..
স্বাধীনতা না ছিনিয়ে কেউ ফিরবে না.

তারপর সেই স্বপ্নদ্রষ্টার স্বপ্ন পূরণ হলো
দেশ পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেলো
সেই স্বপ্ন বালক বঙ্গবন্ধু শেখ মুজিবর
স্বাধীনতা নিয়ে এলেন সেদিন
আজ সেই মহানায়কের জন্মদিন
বঙ্গবন্ধু শেখ মুজিব শুভ জন্মদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here