ভারত থেকে জীবন বোধের কবি-বিপ্লব পালের কবিতা “জল সংকলন ও নির্বাচিত রূপকথা ”

627
বিপ্লব পালের কবিতা “জল সংকলন ও নির্বাচিত রূপকথা ”

জল সংকলন ও নির্বাচিত রূপকথা
বিপ্লব পাল

অবশেষে আমি তোর বৃষ্টি বিকেল মায়া রোদে ভরা বিস্ময় জল
আলগোছে তুলে রাখি মায়াবি আঁচল আর যত ছিল বেদনার ছল
দুহাতে উড়িয়ে দেই বিস্ময় চুমু, শোক ভরা স্তূপ, রহস্য গাছে
রাত ঘন হলে জলতল ছুঁয়ে মধুবনী স্রোত ক্রমশ আসে কাছে
মন্ত্রবৎ সুনশান উরু বেয়ে নেমে আসে উল্কি আঁকা বিবিধ জাদু
ঋণ করে আমি তোকে দেই টানটান শোকে ভরা প্রতিঘাত শুধু
তুই ছাড়া কেউ নেই আর। জোছনার জলে বিপন্ন পাখিদের ডাক
আমি শুধু একা জেগে এই জলে শব্দহীন। জ্বলে পুড়ে খাক
তোকে সাজাই, কুয়াশার অমল দৃশ্যে নাভির ভেতরে বাজে গান
চাঁদ এসে ঝুঁকে পড়ে জলজস্তনে চুপ করে শোনে ভোরের আজান
উরু বেয়ে নেমে আসে মোহের স্রোত নানাবিধ মোহময় ছল
দুই হাতে ছানি অপার বিস্ময় আলগোছে ঝুঁকে পড়া যমকফল
আমি এক আধখেকো ভাঙা মাস্তুল। অবাধ ধু ধু স্বপ্নিল ভূত
গোপনে নদী এনে দেই পায়ের কাছে শূন্যতর, সে এক অদ্ভুত

বিপ্লব পাল
[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here