জীবনের কালবেলায় কলমযোদ্ধা-ড.মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর আবেগ,অনুভূতি,উপলব্ধির কবিতা “জীবনের গল্পগুলো‘’

156
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা “জীবনের গল্পগুলো ‘’

জীবনের গল্পগুলো
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

জীবনের গল্পগুলো অনেক নিঠুর হয়ে
কেন যে বেদনা বয়ে আনে ক্লান্ত হৃদয়ে,
স্বপ্নগুলো মনের মাঝে মেঘে ঢেকে গিয়ে
কেন যে বেদনার নীরব কথা হয়ে থাকে।
হারানো দিনগুলো ধুসর ঝরাপাতা হয়ে
কেন যে হতাশা বয়ে আনে মনের মাঝে,
সুখের সরব স্বপ্নগুলো একরাশ বেদনায়
কেন যে ভেসে যায় আকাশের নীলিমায়।
হতাশার ছায়াগুলো একরাশ বিষন্নতায়
কেন যে কান্নার বোঝা হয়ে থাকে হৃদয়ে,
সুখগুলো অধরা হয়ে স্মৃতির ছবি এঁকে
কেন যে উড়ে যায় সাদা মেঘের ভেলায়।
জীবনের রঙগুলো মনের ব্যকুলতা নিয়ে
কেন যে ডানা মেলে বেদনাভরা আকাশে,
মনের ঘরে অনেক স্বপ্নের ডালা সাজিয়ে
কেন যে আশাগুলো ঝরে যায় বাতায়নে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here