বাজবে নুপুর
সাহানুকা হাসান শিখা
একটু খানি প্রতিবাদী হলেই
হয় বিরাট বিস্তার।
সয়ে যাও,বয়ে যাও,হেরে যাও
বিদ্রোহী হলে নেই নিস্তার!
তাহলে আর কিসের আশা ?
আসছে তুমুল সর্বনাশা।
সেজেই থাকি পুতুল।
আহা কি তুলতুল!!
কি মজাই না,
চমচম মিষ্টি দইয়ের হাঁড়ি,
দিনে রাত বসে আছি বাড়ি।
ইচ্ছার সাথে চিরদিনের আড়ি।
জীবনটা যেন এক ঠেলাগাড়ি।
কবে আসবে কাঙ্খিত সুখ
কেউ কি তা জানো ?
কবে চষে বেড়াবো এই পৃথিবী
তোমরা মানো আর না মানো।
তেপান্তরের মাঠে আজ জলসা
সেখানে আমি নাচবো।
বাঁধবো নুপুর, বাজবে ঝুমুর
অপ্সরা সাজবো।
এরপর আর নেই কোন প্রশ্ন
আমি কেন বাহির জগতে ?
কেউ করবে না জীগেস,
কোন কারণে,চুপিচুপি আস্তে আস্তে।