অনুভূতির কবি রেবেকা রহমানের হৃদয়ের নিঃশব্দ কবিতা “সন্তান বনাম মা-বাবা”

8

সন্তান বনাম মা-বাবা
রেবেকা রহমান

তোমরা বড়ো হলে
আমরা ক্রমশ একা আর ক্ষুদ্র হতে থাকি!
ভেঙে ভেঙে গড়া সুখের জীবন
হয়ে যায় বিরান মরুময়
তোমরা বড়ো হলে
আমরা হাতড়াই, হ্যালুসুনেশন শুরু হয় –
ঘুমে জাগরনে অদ্ভুৎ হয়ে ওঠে পথ -চলা
তোমরা বড়ো হ’লে
আমরা কেমন বোকা হতে থাকি
আমাদের আর শ্রী বৃদ্ধি হয়না বনসাই হয়ে যাই..
তবুও তোমরা বড়ো হও,
মঙ্গল গ্রহ যেন কুর্নিশ করে তোমাদের অভিবাদন জানায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here