জীবনধারার পরিক্রমায় কবি-রীতা ধর লিখেছেন কবিতা “হৈমন্তীর ভোর ”

489
জীবনধারার পরিক্রমায় কবি- রীতা ধর লিখেছেন কবিতা “হৈমন্তীর ভোর ”
কবি- রীতা ধর

“হৈমন্তীর ভোর”

                          রীতা ধর

কুয়াশার আঁচলে ঢাকা ধ্যানপ্রিয় সূর
সর্ষের মাঠ জুড়ে গুটিসুটি হলুদ পাখি।
তুমি আসবে বলে,
নিশির শিশির কাটায় নির্ঘুম সারারাত,
কখনো হেমন্ত ধানের মাঠে দু’চোখে
স্বপ্ন আনে সুখের জোনাকি;
কখনো হিমধরা কুঁড়ির বুকে
কিশোরীর শীতকাঁপা থরথর ঠোঁটে।
তুমি আসবে বলে,
উঠোনে উঠোনে হাঁটে অভিলাষী হরিণীর মুখ।
কুয়াশা ধোঁয়ায় দীপ্ত শুষ্ক নদীর চর,
নাড়ার আগুনে পোড়ে দুঃখের কাহন,
হেমন্তের ঝরাপাতা উৎসুক উম্মুখ।
তুমি আসবে বলে,
নোলক পরা বধুর খোঁপায় মাধবীরা দুলে যায়
কখনো ঊষার নিঝুম প্রহর বিভোর নতুন আশায়।
তুমি আসবে বলে,
অষ্টাদশী কবিতার পায়ে বাজে রূপালী ঘুঙুর,
উষ্ণ হাওয়ায় উড়ে সাঁজি হাতে
রূপসীর দীঘল চুল।
তুমি আসবে বলে,
তারায় তারায় চলে মিতালীর উৎসব
শিশির ভেজা মেঠোপথ ধরে
তুমি আসবে প্রিয় হৈমন্তীর ভোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here