স্রোত পালটাই বো
মাহবুবা আখতার
ও মাঝি, আমি তোর লগে বানিজ্যে যামু,
গহীন গাঙে নাও লও মাঝি,গহীনে দিমু পাড়ি।
জলের লগে জল ভরাইয়া মাঝি তোর লগে যামু
ও মাঝি, গহীন জলে বিলি দিয়া মনের কথা কমু।
সোমত্ত যৈবন পুড়ে মাঝি নিদারুন খরায়,
চাল নেই, চুলো নেই মাঝি যৈবন উথাল পাথাল।
সোনার গতর খাইলো পড়শী মাঝি,আয়েশ করি,
গলায় কলসি বাইন্ধা মাঝি জলে ডুইবা মরি।
মাঝি ও মাঝি রে——–
মাঝি শরীরে জানান দেয় আর এক জীবন
এমনি কইরা কাইট্টা যাইবো মাঝি দেহ-মন।
ঘরহীন বসত বাড়ি, থাইকবোনা কোন চিহ্ন,
একদিন হঠাৎ কইরা
একদিন হঠাৎ কইরা, সব পুরানরে ভাইঙ্গা ছুটবো,
নতুনেরে ডাক দিয়া
দিন পালটাবো মাঝি,স্রোত বদলাইবো নদী,উজান
গাঙে ঢেউ তুলবো মাঝি মেঘেরে ছুঁইয়া।
মাঝি আমি তোর লগে বানিজ্যে যামু