ওপার বাংলার-রাফিয়া সুলতানা’র কবিতা “তুমি শশী নজরুল”

328
ওপার বাংলার- রাফিয়া সুলতানা’র কবিতা “তুমি শশী নজরুল”

তুমি শশী নজরুল
—– রাফিয়া সুলতানা

ভোরবেলা গায় সপ্তম সুরে
যেমনটি বুলবুল!
দিলে তত ভাষা, দিলে তত সুর
পাইনাকো যার কূল!
আকাশ ছাপায় বাতাস যেমন
বরষা মেঘের চুল!
সাগরে যেমন খেলা করে ঢেউ
ভাসিয়ে তা উপকূল!
ছড়ায় সুরভি ফাগুনে যেমন
আম্রশাখার ফুল!
তোমার গানের সুর মাধুর্য্য
তেমনই হে নজরুল!

জ্যোৎস্না প্লাবনে পূর্ণিমা রাত
যেমন পুলকাকুল,
তেমনই তোমার কাব্য সুরায়
বাঙালিও মশগুল!
বদ্বীপ ফুঁড়ে যেমন বিছানো
ম্যানগ্রোভ শ্বাসমূল,
সাহিত্যে তোমার কবিতাদ্রোহ
যেন তার সমতুল!
একই বৃন্তে দুইটি কুসুম
নাই কোনো তায় ভুল,
রবি যদি হয় রবীন্দ্রনাথ
তুমি শশী- নজরুল!

ব্যারাকপুর,পশ্চিম বঙ্গ,ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here