ওপার বাংলার-জুলি লাহিড়ী’র কবিতা “নীল পদ্ম”

418
ওপার বাংলার-জুলি লাহিড়ী’র কবিতা “নীল পদ্ম”

নীল পদ্ম

জুলি লাহিড়ী

ভাঙ্গনের উষ্ণতায় মৃদু আঙ্গুল ছুঁয়ে যুদ্ধ ভাসে ধ্বংসের খেলায়।
মুখোশের আড়ালে লেগে থাকা মিষ্টি হাসির অন্তরালে গভীর অসুখ-এর বাস।
রক্তবর্ণ চন্দনের তিলক কপালে এঁকে।
অবিকল চেনা রূপে নরম রোদে খসে পড়ে অমঙ্গলের উল্কা।
অতৃপ্ত হিংসার কামনার বীজ বিবস্ত্র অক্ষরে যাপন করে দেহে নীলাম্বর বর্ণে।

উন্মক্ত মনের ধ্বংসস্তূপে ফোটে একশো আটটা নীল পদ্ম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here