ওপার বাংলার কবি অনিকেত মহাপাত্র এর প্রেমের কবিতা “কবিতার খাতা”

771
Doinik-Alap-Poem-Kobi-কবি-অনিকেত-মহাপাত্র-Kobita-কবিতা-কবিতার খাতা
কবি অনিকেত মহাপাত্র

কবিতার খাতা

অনিকেত মহাপাত্র

 

বন্ধুত্ব বড়ই বিষম
যা শেখানো হয়,
অনেক পরিকল্পনা নিয়ে, যত্ন সহ
সব ভুলিয়ে দেয়
আসলে প্রেমের মতই সংক্রামক
নিজে মুক্ত, শুধু বাঁধে
যখন তখন….
এক ফিলিস্তিনি কবি প্রেমে পড়েছে ইহুদি নারীর
কবিতা ভালোবাসে
শেল -মর্টারের শব্দের মৃত্যু কামনা করে
আর ভালোবাসে কবিতা
বাসতে বাসতে কবিকে
আর কবি
এতদিন কি একটা কি একটা খুঁজে পেত না
খালি খুঁজত, মেনজ বুড়ো বলে ছিল
সংবৃত কিছু
সারা জীবনেও পায়না অনেকে
পাগল হয়

মেয়েটি পাগল হওয়া থেকে বাঁচিয়েছিল
জনগ্রাহ্য প্রেম ছিল না
না পেলে কবিতা বাঁচে না
মা হারায়, অনাথ ছাগ
প্রেমে
শেলে মর্টারে কাটে, ক্রিয়া-প্রতিক্রিয়ায়
নলগুলো ধেয়ে
পালিয়ে পালিয়ে কোন প্রান্তে
চোখে লেখা কবিতা
ঠোঁট লেখে, খাতার পাতার মূর্ত ওলোট-পালট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here