“পথের বাঁকে”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারত এর কবি —-ঈদারুল ইসলাম ।

712
ভারত এর কবি —-ঈদারুল ইসলাম

পথের বাঁকে

                         ঈদারুল ইসলাম

হঠাৎ করে অজানা এক পথের বাঁকে,
পিছন পানে কে যেন গো আমায় ডাকে !
মুখ ফিরিয়ে স্তব্ধ চোখে চেয়ে দেখি,
আমার ‘আমি’ খিলখিলিয়ে দিচ্ছে উঁকি।

বলছে আমায় একটি কথা শুনে যা,
সত্ত্বা’টাকে আঁধার কালোয় আয় দেখে যা !
আঁধার কালোয় তামস ঘনায় একলা ব’সে,
প্রাণটা কেমন ছটফটিয়ে উঠল শেষে !

গহন কালো অন্ধকারের ভিতর থেকে,
সত্ত্বা কেমন নিজের পানে নিচ্ছে ডেকে !
জানিনে সে কোন ভাবনায় কোন সে দেশে,
নোঙর খুলে জীবন তরী যায় যে ভেসে !

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here