কলমযোদ্ধা-আনজানা ডালিয়ার কবিতা “আলোর শহর ‘’

312

আলোর শহর
আনজানা ডালিয়া

তোমার মুখটা যেন সুচারু পটে আঁকা
যেন ওই রাজার কুমার স্বপ্নে দেখা
তোমাকে সমুদ্রে দেখি,পাহাড়ে দেখি,দেখি মেঘলোকে
এই তো আমিও আছি তোমার সন্মুখে
দখিনা হাওয়ায় রটাবে আরাধ্যের ফুল
কখনও বলবেনা তুমি জীবনের ভুল।
গোটা এক আলোর শহর আঁকবো ওই চোখে
যেখানটা কুয়াশার ভিড় রেখেছে ঢেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here