আলোর শহর
আনজানা ডালিয়া
তোমার মুখটা যেন সুচারু পটে আঁকা
যেন ওই রাজার কুমার স্বপ্নে দেখা
তোমাকে সমুদ্রে দেখি,পাহাড়ে দেখি,দেখি মেঘলোকে
এই তো আমিও আছি তোমার সন্মুখে
দখিনা হাওয়ায় রটাবে আরাধ্যের ফুল
কখনও বলবেনা তুমি জীবনের ভুল।
গোটা এক আলোর শহর আঁকবো ওই চোখে
যেখানটা কুয়াশার ভিড় রেখেছে ঢেকে।