“আমার ভালোবাসা ”ভিন্ন ধারার কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী।

420
“আমার ভালোবাসা ”ভিন্ন ধারার কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী।
কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী।

আমার ভালোবাসা

                 সৈয়দা কামরুন্নাহার শিল্পী

আমি জানি, আমি শুনেছি আমি উপলব্ধি করেছি ভালোবাসা হারানোর জিনিস নয়।

আমার ভালোবাসা কোন স্বপ্ন নয়।
কোন মোহনায় আমার ভালোবাসা
হিম শীতল বাতাসের মতো নীরব।

পৃথিবীর রূপ দেখে মানুষ যেমন মুগ্ধ হয়
আমার ভালবাসা তেমনি তোমাকে দেখে থমকে যায়।

আমার ভালোবাসা বিদ্রোহী মানুষের চোখে বিপ্লব দেখে।
ভালোবাসার প্রথম অধ্যায় রচনা করে।
আমার ভালোবাসার কোন চাওয়া পাওয়া নেই —
তার হারাবার ভয় নেই।

সে পূুনঃ জাগরণের জোয়ারে মানুষের জীবনে স্বপ্ন দেখায় বাস্তব হয়ে ফিরে আসে বারবার।

সে দুর্দান্ত মনের তীব্র বাসনা দিয়ে, ভালোবাসতে শেখায়।
প্রকৃত ভালবাসায় জড়ানো নশ্বরতাকে
বুঝিয়ে দেয, মানব জীবনে প্রকৃত ভালোবাসা
আসলে কি!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here