শাপলা বিলে
অর্ণব আশিক
শরৎ সকাল হলুদ রোদ
তোর জন্য শিশির ভেজা ঘাস
বিলের জলে পাপরি মেলা
রঙীন শাপলা আর কি তুই চাস?
বিলের জলে শাপলা শালুক
ভাসছে হাসের দল
শাপলা নিয়ে করছে খেলা
খুঁজছে শালুক ফল।
নাওয়ের উপর একটি নারী
খোঁপায় শাপলা ফুল
ঠোঁটের কোনে রাঙা হাসি
ঝিলিক মারে কানের জোড়াদুল।
জল ছুঁয়ে যায় হাতের কাঁকন
ঠোঁট চেপে মৃদু মৃদু হাসে
শাপলা বিলের জলে তার
ধুসর রঙের আঁচলখানি ভাসে।
ঢেউয়ের সাথে মিশে শেওলা
মনের রঙে খেলে
পাশে আছে লাল শাপলা
শ্যাওলা মাখা জলে।