আমার জগৎ
বিশ্বজিৎ কর
আমার খেয়াল-খুশির জগতে তোমার আমন্ত্রণ রইল,সাথী হ’লে হতাশ হবে না!
একরাশ স্বস্তি আঁচল ভরে নিতে পারবে!
এখানে সুখ বাতাস হয়ে শিহরণ জাগায়,
ভাবনাগুলো গাছের ফলের মতো মিষ্টতা দেয়,
অনুশোচনা বৃষ্টি হয়ে ঝরে যায়,
ব্যর্থতা এখানে বিদ্যুতের ঝলকানি হিসাবে দেখা দেয়, হতাশা ঝোড়ো বাতাস হয়ে উড়ে যায়,
দুঃখ এখানে জীবনের অর্থ বোঝায়,
প্রেম এখানে ফুলের সৌরভ দেয়!
তুমি একবার এসো-
না, নিরাশ হবে না!
হ্যাঁ, কথা দিলাম!