কবি–অমিতাভ মীর এর কবিতা “সেই গন্ধ আবার পেলাম ” ফাল্গুনের জন্ম তিথিতে ফাল্গুনের সর্বসেরা মনোনীত কবিতাটি প্রকাশ পেলো ।

586

সেই গন্ধ আবার পেলাম

– অমিতাভ মীর

বিপনি বিতানে অজস্র বর্ণের মানুষের ভীড়ে,
চির পরিচিত সেই গন্ধ আবার পেলাম নাকে।
কতদিন পরে আজ সেই মদিরা ভরা গন্ধ পেলাম,
তুমি আছো এই ভীড়ে! গন্ধ শুঁকে শুঁকে এগিয়ে গেলাম।

মদিরা পেতে তোমার চুলে নাক রাখতাম গুঁজে,
আমি মাতাল হয়ে যেতাম তোমার চুলের গন্ধে।
কোথায় তুমি, এখান থেকে আছো কতটুকু দূরে?
গন্ধ শুঁকে খুঁজছি তোমাকে কত শত মানুষের ভীড়ে।

ভীড় ঠেলে চলেছি তো চলেছি, গন্ধ এখনো পাচ্ছি,
তবে কি তুমিও চলেছো ঠিক আমারি পাশাপাশি?
চলছি আর খুঁজছি, সেই সাথে কত কি ভাবছি,
তোমার চুলের সেই সুগন্ধ এখনো নাকে পাচ্ছি!

কতদিন কতকাল দেখি না তো সেই প্রিয় মুখ,
আজ যদি দেখা পাই ভরে যাবে পিপাসিত বুক।
কত কথা ভাবি, কেন অভিমান দেয় স্বপ্ন ভেঙে?
গভীর প্রণয় কাছে টেনে ঠেলে দেয় কেন দূরে?

তুমি যদি আমাকে দেখে থাকো এই ভীড়ের মাঝে,
শুধু একটিবার দেখা দিয়ে যাও সামনে এসে,
তোমার চুলে নাক গুঁজে মদির গন্ধ নেবো শেষবার;
সেই প্রিয় নাম ধরে ডাকি যত হায়, নেই সাড়া আর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here