সময়ের স্রোতে।
______/মিনু আহমেদ।
সময়ের স্রোতে এভাবেই-
ঝড়-বৃষ্টি মাথায় রেখে চলছি আমি আর আমার বিষাদময় জীবন।
কতো দিন হয় দু’জন দেখিনা দু’জনায়।
তোমার নিঃসঙ্গতায় মাঝে মাঝে নীল আকাশটা মেঘে মেঘে কালো হয়ে বিদুৎ চমকে উঠে।
তোমার স্মৃতিগুলো ক্ষণে ক্ষণে একটু মুচকি হেসে মনে দোলা দেয়।
মাঝে মাঝে এক মুঠো সুখের আশায় বিষাদময় সাগরে সাঁতরে বেড়াই।
লাজে আমার স্মৃতিগুলো মুচকি হেসে দৌড়ে পালায়।
এভাবেই চলে যাচ্ছে জীবন, এভাবেই চলে যাচ্ছে সময়।
তবুও ভাবি বেশ আছি সর্বক্ষণ।
হুম,ভাবনার নগরীতে তুমি সিংহাসনে বসে-
আমাকে নিয়ে খেলছো শত খেলা।
রাত যায় দিন আসে,চলে যায় অনন্ত বেলা।
আমি না হয় ছিলাম অভিমানী!
কিন্তু,তোমার মনে কি কখনো উঠেনি বৈরী হাওয়া?
হামেশা ঝড়ো হাওয়া বয়ে চলেছে আমার মনের আঙ্গিনায়।
উড়ন্ত হাওয়াগুলো যখন আমার পাশ কেঁটে যায়।
তখন আমিও থাকি একটু মনভোলা।
আর দু’চোখ অশ্রু জলে ভেজে সাঁঝবেলা।