নিরুদ্দেশ
লাভলী ইসলাম
বধির রাতের কর্নকুহুরে
চিৎকার করেছি
কিছু কথা শোনাতে ।
অতন্দ্র প্রহরী হয়ে সাথী হতে
জোনাকিরাও ছিলো সাথে
আঁধারে আলো দিতে ।
আকাশের বুকে থেকে
কালো মেঘের আঁচল সরিয়ে
চাঁদ ও জেগেছিলো সে রাতে ।
শুধিয়েছিলাম কত কত রাতে
না হয় যাও কিছু নি বলে
অন্তত শুনে যাও এক রাতে ।
আমার কষ্টের পাহাড়ে দুচোখ মেলে
দেখে নাও এক ফাঁকে
পাহাড়ের পাথর গলে গলে
কত কাল ঝরছে অশ্রু শুকিয়ে
হৃদয় ভাঙ্গা করুন সুরে
দুঃখ জাগানিয়া গান শোনাতে ।
বলেছি বিনয় করে
হে রাতের ছায়া মানবে
শুনে যাও না হয় করুন ভরে ।
আমার চৌচির হৃদপিন্ডে
কত কত রক্ত ঝরে
একটা রাত ও কি দেবে না ওরে ।
ও হে পাষান আমাকে দেখতে
নিস্তব্ধ রাতের নীরবতা ভেঙ্গে
আসলে না কাছে অবশেষে
তাই যাচ্ছি চলে নিরুদ্দেশে ।