আমিই শ্রাবণ
মোঃ হুমায়ুন কবীর
মেঘে আছি মেঘে ভাসি
পলকে পলকে ভাসাই জমিন
ফোঁটায় ফোঁটায় ভেজাই প্রকৃতি
অঝোরে ঝরি আমি এই শ্রাবণ।
আকাশ কাঁপে বজ্রপাতে
পথিক শোনে দূর গর্জন
ঝমঝম বর্ষণে জলের ছোঁয়া
ভিজিয়ে দেই সব, আমিই শ্রাবণ।
রিমঝিম বৃষ্টি টুপটাপ ফোঁটা
অঝোর স্নানে হাওয়ার মাদল
জলের ফোঁটায় গীতি রূপ
আমিই শ্রাবণ আমিই বাদল।