গৃহলিপি, সংসার
তাজিমুর রহমান
অকপট স্বীকারোক্তি নিয়ে দাঁড়িয়েছি
গ্রহণ করো প্রভু!
চকিত দুলে ওঠে জ্যা,পর্দার।পায়ের ছন্দে
অনুরাগবিহীন মৌতাত
রক্তাক্ত সীমান্তদেশ! প্রহেলিকা সময়
ফিরিয়ে দিয়েছে আমাকে
হৃষিকেশ শুধু জানে নবরাত্রি, পাঞ্চালির নিবেদন
রমাকে রেখেছে প্রহরায় ,তাই
সারথি নয়, রণক্ষেত্রে হতে চাই নিপূণ শিল্পী
এসো, গ্রহণ করো আকটিদেশ!স্নাত হোক
রোদেলা দুপুর, মৃতনগরী
লহরে লহরে ছড়িয়ে পড়ুক জাহ্নবীর উচ্ছ্বাস, তাহলেই
ভেসে যায় বেপথু উৎসের সকল তমসারেখা আর
মেদুর আবেশে প্রাণবন্ত হয়ে ওঠে গৃহলিপি,সংসার