হিসেব
নাসরিন জাহান মাধুরী
কিসের হিসেব করবো?
কিছুই ছিলো না সাথে–
ছিলো ক জোড়া বিষন্ন চোখ
কিছু ইতিউতি ফেলে আসা
কর্মব্যস্ত সকাল–
উদাসী দুপুর–
কিছু রঙিন বিকেল–
আরো ছিলো কিছু মমতার বন্ধন
কিছু উপহাস–
কিছু বিদ্রুপের হাসি–
কিছু অবজ্ঞা–
তাতে কিছু যায় আসেনি —
তারপর!
ছিলো কিছু ভালোবাসা মাখা দৃষ্টি–
ছিলো কাছে টেনে নেয়ার গল্প–
ছিলো কিছু পাগলামি —
ছিলো মন খারাপের কিছু রাত–
তারপর!
তারপর এলো–
কিছু শব্দের বিচ্ছুরণ —
কিছু পঙক্তি–
কিছু ভালোলাগা–
কিছু হারিয়ে ফেলা–
কিছু হারিয়ে যাওয়া–
আর কুড়িয়ে পাওয়া কিছু সুন্দর স্বপ্ন–
যা ফুরিয়ে যাওয়ার নয়।