চতন্যে বোধদয় হবার মত একটা কবিতা যা মৃত্য কে স্মরণ করিয়ে দেয়“জীবনের ডাকঘর” লিখেছেন রুমকি আনোয়ার

506
রুমকি আনোয়ার

জীবনের ডাকঘর

                                    রুমকি আনোয়ার

জীবনের ডাকঘরে একটা চিঠি
সাদা খামে , সুগন্ধী আঁতর , বড়ুই পাতা
হিজিবিজি কিছু অক্ষর-
বুঝে নিতে কষ্ট হলো না
জীবনের শেষ সময় আগত ।
জীবনের বন্ধুর ,সমতল ,উর্বর পথ গুলো
মেপে যাচ্ছি, সাথে –
টুকরো কিছু ফুটেজ
বাবার হাত ধরে ক্ষেতের আল বেয়ে হেঁটে চলে
সেমুই খেতে চেয়েছিলাম বলে মার চোখ রাঙ্গানী ।
তখন সংসারে দুর্ভিক্ষ হানা দিয়েছে
অনেকের নৈকট্যে এসে
পরিচয় ভুলে গিয়েছিলাম
জীবন কে উপহাস করেছি পৃথিবীর খেলাঘরে ;
মরণকে উপহাস করেছি জীবন কে ভিখারি ভেবে ।
পরিশেষে দেখি ভাগফল এক আর অবশিষ্ট শূন্য ,
খুব যে কষ্ট হচ্ছে এমন নয়
রাতের আকাশে ধ্রুব তারা হয়ে বিচরণ করব
কিংবা সেই বাউলের একতারারটার সুরে –
বিবাগী হবার ইচ্ছেটা বরাবরই যে ছিল
বিধাতা শুধু তা চিরন্তন করে দিল
সময়ের আগে ঝরে গেছি বলে
এতোটুকু দুঃখ নেই আমার
মৃত্যুতেও জীবনের আলপনা এঁকে গেলাম আমি ।

Content Protection by DMCA.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here