করোনা
সুহিতা আলম ঐশী
করোনা নামটি ছিল না জানা,
জানলাম ২০১৯ এর ডিসেম্বরে
শুনলাম করোনা হানা দিয়েছে,
চীনের উহান শহরে।
সেখান থেকে ছড়ালো সে,
সকল দেশে দেশে
কত্ মানুষ আক্রান্ত হয়,
করোনা ভাইরাসে।
তারপর থেকে লকডাউন হল যে শুরু,
ঘরে আর বসে না মন,করে উরু উরু।
অলস সময় কাটে শুধু পড়ালেখা হয় না আর,
কিন্তু বড় হতে হলে যে পড়ালেখার খুব দরকার।
এতদিন ঘরে বসে কি আর করি,
মন চাইলে বইখানা একটুখানি ধরি।
তারপর হঠাৎ যখন স্কুল প্রাইভেট খুলবে,
বাইরের সব কিছুর সঙ্গে তখন আবার দেখা মিলবে।
কিন্তু করো নাকি চিরতরে বিদায় নেবে?
যদি না নেয় তাহলে আমাদের কি হবে?
উফ্ শুধু চিন্তা আর চিন্তা
আর ভাবতে ভালো লাগে নাহ!