মিনহাজ সাদ্দাম এর মাকে নিয়ে একটি অনুভূতির কবিতা“প্রিয়তম মা”

391
মিনহাজ সাদ্দাম এর মাকে নিয়ে একটি অনুভূতির কবিতা“প্রিয়তম মা ”

প্রিয়তম মা… 💝

  মিনহাজ সাদ্দাম।

এই দুনিয়ার তুচ্ছ সব-ই
যদি দেখি তোমার হাসি মুখ…
তুমি যে আমার স্বর্গ মানি
তোমার মাঝেই অসীম সুখ।

কে আছে বলো তোমার মতোন
স্বার্থ বিহীন ভালোবাসে…
প্রিয়তম মা তোমায় ছাড়া
দু চোখে ঘুম নাহি আসে।

তুমি হলে সব বিপদের প্রথম ভরসা
সকল রোগের সেফা তুমি মুছো হতাশা।

তোমার জন্যই দেখতে পাওয়া
পৃথিবীর এই রুপ…
তোমার আশির্বাদ বিনে কিভাবে পাবো
এই জীবনে সুখ।

স্বর্গ আমার তোমার পায়ে
তোমার কাছেই জান্নাত…
কি করো পাবো বেহেস্ত আমি
অপরাধে তুমি না করলে মাফ।

তুমি থেকো পাশে আমার
সকল বিপদ এলে…
যেওনা কো দূরে কোথাও
একা আমাকে ফেলে।

এই জগতে- মা -তুমি আমার
সকল কাজের ভরসা…
তোমার জন্য বুকের গভীরে জমানো
অবিরাম ভালবাসা।

ঝালকাঠি সদর, ঝালকাঠি।
তারিখ : ০৯/০৫/২০২১ ইং
বিঃদ্রঃ পান্ডুলিপি সংরক্ষিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here