সমকালীন সৃজনশীল কবি-খাতুনে জান্নাত এর কবিতা“সারগাম”

442
কবি- খাতুনে জান্নাত এর কবিতা“সারগাম”

সারগাম

খাতুনে জান্নাত


ভোরের নির্মলতায় তুলে ধরি
উদারা, মুদারা, তারা সন্মিলিত সন্মোহন
সা রে গা মা পা ধা নি র্সা…

নিশ্বাসের প্রলম্বিত দ্যোতনা
এখানে সমুদ্রের তটে বালুকাবেলার মন্থন
বিরহের দাহ উড়িয়ে নিয়ে যায় অবাধ্য দিনের কাহন।
জীবন হেঁটে এসেছে বহু পথ
স্বরলিপির মুদ্রিত অক্ষরে নির্মিলিত হয়ে রয় আশৈশব পদধূলি
ঘোরার খুরের শব্দ
জীবনের দৌড়ে মানুষ মর্যাদা ফিরে পাবার আলোড়ন...

পাথর-আগুন ঘায়ে নিহত নুরজাহান, নুসরাতের লাশ পড়ে থাকে অবহেলায়
হেনা, সেঁজুতির আত্মাহুতি মুছে যায় বাতাস সংস্কৃতির স্রোতে…

র্সা নি ধা পা মা গা রে সা
অবরোহীর আন্দোলিত পাঠ বোঝায় আরাধ্য ধ্যানের ভজন
আহা কোভিডের চোখ রাঙানো দিনে
আহা অকার্যকর টিকার ঋণে
ভয়কে ঢেকে রাখি সুরের আখরে
পরকিয়ার নীল নক্সায় ঢেকে যায় জান্নাত-মুনিয়া
মুনিয়া গান ভালোবেসেছিল?
সারে রেগা গামা মাপা পাধা ধানি নির্সা
র্সানি নিধা ধাপা পামা মাগা গারে রেসা..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here