হলো না
সুমিতা বর্ধন
হয়তো তোমার সাথে
সকাল দুপুর রাত কাটানো হলো না,
পাশে শুয়ে গল্প করা বা খুনসুটি করা হলো না,
সকালে একসাথে চা খাওয়া
আর সন্ধ্যে বেলা নিয়ম করে-
তোমার ঘরে সন্ধ্যে জ্বালানো হলো না,
পূর্ণিমার আলোতে বারান্দায় বসে
হাসনু হানার গন্ধে মাতোয়ারা হয়ে-
তোমার বুকে মাথা রাখা হলো না,
দুজন একসাথে স্বপ্নের জাল বুনে
হয়তো ঘরকন্না করা হলো না,
ভাল-মন্দে এক ছাদের তলায়
পাশে থেকে জীবনটা
ভাগ করে নেওয়া হলো না(তথাপি)-
স্বপ্ন-আশা-ভালবাসা নিয়ে আছি তো-
এক আকাশের নিচেই।
এটাই বোধহয় ভালোবাসার সার্থকতা,
না পাওয়ার যন্ত্রনাই জন্ম দেয়
নতুন করে বাঁচার।