কিইবা এলো গেলো?
নাসরীণ জাহান রীণা
একটা সুর হঠাৎ থেমে গেলো …
একটি পাখি গান ভুলে গেলো…
তাতে কার কি এসে গেলো ?
একটি বসন্ত শ্রাবণধারা হলো…
থোকা থোকা অন্ধকার চাঁদকে গিলে খেলো…
কালের গহ্বরে সুকাল গত হলো…
একটা বিভীষিকাময় রাত টেনেহিঁছড়ে দিনকে গভীরে নিলো…
তাতেইবা কার কি হলো ?
একটি আহত পাখি যন্ত্রণায় কাতরালো…
তীরন্দাজ বারংবার তীরই ছুঁড়লো…
ছটফটালো ; কুঁকড়ালো
কার কি হলো ?
একটি ফুল বৃন্তচ্যুত হলো…
শুকালো- ঝরলো-বিলীন হলো…
তাতেইবা কি এমন হলো ?
পাহাড়ের কান্না শুকালো…
ঝর্ণা থেমে গেলো …
নদীর জোয়ার থামলো ; জল শুকালো…
ভরা নদী মরা হলো…
তাতেইবা প্রকৃতির কি এলো গেলো ?
নিয়মে-অনিয়মে, সময়ে-অসময়ে চলছেইতো……..!