রঙ্গিন রোদচশমা
আয়েশা মুন্নি
আমার ঘরের ছাদে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আমারই দীর্ঘশ্বাসের শব্দ।
নিঃশব্দ কান্না জানালার ফাঁক গলে ভেসে যায় দূর দিগন্তে।
ঝলসানো অনুভূতি নিয়ে নিবিড় শব্দ আঁচে,
নিজেই নিজের সান্নিধ্যে, সত্য ছুঁয়ে বাঁচি।
স্বপ্নের প্ররোচনায় কঠিন বাস্তবতার মোড়ে ফিরে এসে দেখি, স্বপ্নরা নতুন জাল বুনে,
নতুন স্বপ্নভারে সময়ের সাথে খেলে খেলাঘরে।
পুনরায় বিশ্বাসে বিষ পান করি,ফের শব্দে ভাসি।
ব্যথার বাণে ভালবাসার বিকলাঙ্গ চিৎকারে
আমার সাজানো গুছানো অতৃপ্ত জীবন সংসার।
জাগতিক লালসার অসংখ্য কৃত্রিম বাহুডোরে
চির মিথ্যাতেই ভালবাসা তোমার!
দ্বিমুখি দৃষ্টিগুলোর পক্ষপাত দুষ্ট রঙিন রোদচশমা তোমার চোখে!
ঝাপসা সময়ের ভাঁজে ভাঁজে, মৃত বিশ্বাসের অনলে পুড়ে, জীবন্ত কংকাল হয়ে,
রাশি রাশি কষ্টের সুরা পান করে বেঁচে আছি —
সহস্র অযুত নিযুত বছরের হারানো সংলাপে।
অকাঠ্য যুক্তির রোষাণলে
প্রতিবারই জিতে যাও তুমি
আর আমি হেরে যাই বারবার।
অযাচিত অবহেলায়,
হৃদবলয়ের অসীম শূন্যতায়
এ যেন আমার অভিযোগহীন অনন্ত পারাপার।
কবিতা প্রেমিকদের জন্য “রঙিন রোদচশমা” কবিতার বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা – ২০২০ রিদম প্রকাশনা সংস্থা, স্টল নম্বর – ৩৩৯ – ৩৪০ ঢাকা। এছাড়াও কলকাতায় বাংলাদেশ প্যাভিলিয়ন।
এবারের বইমেলায় ২০২০ এসেছে তারুণ্যের লেখক কবি আয়েশা মুন্নি এর নতুন চারটি বই। বইগুলো পাওয়া যাবে …
💞 * রঙিন রোদচশমা (কবিতা) – রিদম প্রকাশনা সংস্থা, স্টল নম্বর – ৩৩৯-৩৪০।
💞 * কয়েন (শিশু কিশোর গল্প) – প্রকাশনী শব্দশিল্প, স্টল নম্বর – 240 – 241।
💞 *গল্পে গল্পে স্বরবর্ণ (শিশুতোষ গল্প) – চৈতন্য প্রকাশনী, স্টল নম্বর – ২৫০-২৫১।
💞 *ইচ্ছে করে আকাশ ছুঁতে (শিশুতোষ ছড়া) – প্রকাশনা সাহিত্য রস – স্টল নম্বর – ৬৬৭।
“রঙ্গিন রোদচশমা” কবিতাটি লিখেছেন তারুণ্যের কবি- আয়েশা মুন্নি