তারুণ্যের কবি নীলা আলম এর ব্যতিক্রম ধর্মী কবিতা “হেমন্ত তুমি এলে ”

569
“হেমন্ত তুমি এলে ”
তারুণ্যের কবি নীলা আলম

হেমন্ত তুমি এলে

                        নীলা আলম

~~~~~~~
হেমন্ত তুমি এলে
নবান্নে চারপাশ জুড়ে মিষ্টি ঘ্রাণে ঘ্রাণে,
পাকা ধানের শীষে ভরে যায় মনপ্রাণে;

হেমন্ত তুমি এলে
নিয়ে নানা উৎসবের পালা,
মায়ের হাতে সাজায় তখন
বাহারি পিঠার ঢালা;

রাখালিয়া বাঁশি বাজায়
কৃষক ধান কাটে,
কৃষাণীর চোখে শত স্বপ্ন নিয়ে মুখে হাসি ফুটে;

হেমন্ত তুমি এলে
কুয়াশায় শিশির ভেজা সবুজ ঘাসে পরশ বুজে,
তোমারি ছন্দে ব্যাকুল হয়ে কবি
কত কবিতা না খুজে;

তোমারি উৎসবে গাঁয়ে
বসে নানা মেলা,
কিশোরী খুসী তাই
পাবে সে এবার কাঁচের চুড়ি আর
এক ছড়ি পুঁথির মালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here