দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

630
প্রতীকী ছবি

দৈনিক আলাপ ওয়েবডেস্ক:‌ দক্ষিণ আফ্রিকার বলুমপয়েন্ট শহরে এক বাংলাদেশিকে বিষপানে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত ওই প্রবাসীর নাম ইয়াছিন আরাফাত (৪৬)। শুক্রবার (৫ জুলাই) সকালে ইয়াছিনের অন্য এক সহকর্মী মোবাইল ফোনে তার পরিবারকে বিষয়টি নিশ্চিত করে।

গত ১ জুলাই (সোমবার) বাংলাদেশ সময় রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের হাজী মুজাফফর আলী বাড়ির ফজলুল হকের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানা যায়, ইয়াছিন টিএসএফ একটি কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ১ জুলাই বাংলাদেশ সময় রাত তিনটার দিকে ওই প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে অংশ নেন তিনি। পার্টিতে কোমল পানির সঙ্গে বিষ মিশিয়ে দেয় সহকর্মীরা। আর সে পানি পান করে ইয়াছিনের মৃত্যু হয়।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here