কলমযোদ্ধা লকিতুল্লাহ মাহমুদ চিশতী এর একটু ব্যতিক্রমধর্মী লিখা চতুর্দশপদী কবিতা “পাক পাঞ্জাতন ”

528

পাক পাঞ্জাতন

             লকিতুল্লাহ মাহমুদ চিশতী

রসুলের প্রতি যার আছে ভালবাসা
দু’কূলের মুমিন সে,খাঁটি ওলী আওলিয়া।
নবী মোহাম্মদ নূরে আসলে একজন
এক জনেই পাঁচজন ভিন্ন না কখন;
ওয়ালা আলে মোহাম্মদ আহলে বায়েত
খোদার প্রিয় হাবিব রক্তে সাইয়‍্যেদ।
যদি তাঁকে ভালবাসো থাকবে ঈমান,
নয়তো মানুষ নয়,তুই শয়তান।

ধরলি বাহির বেশ ভিতরে তো পশু,
বক ধার্মিকের দল বদমাশ কিছু।
রাজারও রাজা রসূল,আমরা রায়েত!
আত্মশুদ্ধি লাভ করি কিসের বাহেস?
কোরানের মাঝে নাম আপে নিরাঞ্জন,
মুমিনের ভালবাসা পাক পাঞ্জাতন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here