“শুভ জন্মদিন মা” প্রাপ্তি সোনার জন্মদিন মা আয়েশা মুন্নি এর জীবন ছোঁয়া অসাধারণ লিখা

892
“শুভ জন্মদিন মা” প্রাপ্তি সোনার জন্মদিন মা আয়েশা মুন্নি এর জীবন ছোঁয়া অসাধারণ লিখা

💕”শুভ জন্মদিন মা”💕

                                      মা আয়েশা মুন্নি

দিনটা ছিল শুক্রবার, ১৭ সেপ্টেম্বর। ঠিক দুপুর বেলা জুম্মার আযান এর আল্লাহু আকবর আমার এক কানে এল অন্য কানে আমার কন্যার কান্নার আওয়াজ। এই দুই সুমধুর সুর শুনতে শুনতে আমি এনেথেসিয়ার প্রভাবে ঘুমের অতলে তলিয়ে যাচ্ছি আর একটি ফুটফুটে সুন্দর আলোকরশ্মি মুখ সূর্যের আলোর মত ঝলমল করছিল আমার দৃষ্টির সামনে। আমি ডুবে গেলাম তন্দ্রার গহ্বরে ওকে দেখতে দেখতে। সেই ঘুম ভাঙ্গল রাত নয়টায়। ঘুম ভাঙতেই প্রাপ্তির পাপা কন্যা কোলে বলল, দেখ চাঁদের মত ফুটফুটে একটা বাবু হয়েছে আমাদের।
আমার ২০ বছর বয়সে আমার কন্যা আমাকে শুধু মাতৃত্বের স্বাদই দেয়নি, নতুন করে মা ডাকার তৃপ্তিও দিয়েছে। যে ডাক আমি খুব ছেলেবেলায় হারিয়েছিলাম। আমার কন্যার মুখ আমার জীবনে দেখা পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য। আজ আমার কলিজা টার জন্মদিনে।

আমি সবসময়ই প্রাপ্তি কে বলি-ময়না মানুষের মত মানুষ হও, সাদা মনের সাদা মানুষ। আমার মেয়েটার জন্য সবার দোয়া চাই। আল্লাহ যেন ওকে সুস্থতা সহ নেক হায়াত দান করে। পৃথিবী সমান সফলতা যেন ওর কদম ছুঁয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here