কবি সৈয়দা কামরুন নাহার শিল্পী এর অসাধারণ কবিতা “একান্ত করে ”

430
একান্ত করে ”
কবি সৈয়দা কামরুন নাহার শিল্পী

  একান্ত করে

              সৈয়দা কামরুন নাহার শিল্পী

এমনি আকস্মিক ভাবে
দেখা হবে
ভাবনার অদৃশ্যে এক আতঙ্কিত মুহূর্তে
যেন চমকে গেলাম খানিকটা,
হয়তো কিছুটা আনন্দ কিছুটা সংকোচ।

তুমি এক পলকে একটু দেখেই অভিভূত হয়ে
এত কাছে এলে যেন
সমস্ত পৃথিবীর চেনা
দরজা গুলো
বন্ধ করে শুধু আমার
কাছে।

ভাবতে পারিনি আমি
এ কেমন অনুভূতি!
কি করে প্রকাশ করব!

না ভালোলাগাটুকু
সব নীরবে, শুধু একান্ত
করে রেখে দেব।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here