অসমাপ্ত ভাবনা
সামানা সিদ্দিকা
এক অক্লান্ত বেগে বয়ে চলা নদী ফিরে ফিরে আসে আমারি আকাশে।
বয়ে যায় জল, বয়ে যায় নদী
ভেসে যায় মেঘ,উড়ে যায় পাখি
এ মন যেন থাকতে চায়না ঘরেতে
ছুটে যায় আনন্দের খোঁজে
আজি এ রিক্ত হৃদয়ে বাঁশির সুর
অজানা প্রহরে পাখির ডাক
বেসুর গানে সুরের ধারা
তাল মেলাচ্ছে এক অসমাপ্ত ভাবনায়।