ব্যক্ত-অব্যক্ত
মধুছন্দা গাঙ্গুলী
———————
নিত্য আঁখির অশ্রুগুলো
আড়াল করি দুহাত দিয়ে,
অধর মাঝে হাসির ঝিলিক
ফুটিয়ে রাখি ব্যথা পিয়ে ।
আকুল মনের অন্ধকারকে
জ্যোৎস্নাধারায় করাই স্নান,
অঞ্জলিতে ভরিয়ে আশা
দূর করি যত মনের ম্লান ।
হৃদয় মাঝে নিঃশব্দে
দিচ্ছে হানা বজ্রাঘাত,
মন-আকাশের বাদলা দিনে
ঝলসে ওঠে বজ্রপাত ।
দুঃখ-জ্বালার আবর্জনায়
ভেসে আসে নীরব ঘ্রাণ,
মেঘ হতে চেয়ে মনটা আজি
অধীর হৃদয় দোলায় প্রাণ ।