কলমযোদ্ধা-ফেরদৌসী বেগম’র অনুভূতি,উপলব্ধির কবিতা“শরত বিলাস”

257
ফেরদৌসী বেগম'র অনুভূতি,উপলব্ধির কবিতা“শরত বিলাস”

শরত বিলাস
ফেরদৌসী বেগম

অনেক কষ্টে অর্থ জমিয়ে কিনেছি
শরতের এই নীল আকাশ
এ আকাশটা আমার
কোন রকম দখলদারিত্ব ছাড়াই
মঞ্চে নৃত্যরত নারীর নীল শাড়ীর উল্লাস।

আমার নভনীল ক্যানভাসে শুভ্রতার আকিঁবুকিঁ
যত রং মেশাই সব মিশে
এক হয়ে মিশে যায় রাজহাঁসের শুভ্র ডানায়,
বলাকারা উড়ে যায়, গাংচিল মেলে ডানা
বালুকনা চিক্ চিক্ করে।

এত নীল! এত শুভ্রতা!
এত তুলোট তুলোট আকাশ!
আমার আয়েসি নৌকা শুধুই ভেসে যায়
কন্ঠে ভাসে মরমিয়া সুর
আমি বিহ্বলতার অতলতায় ডুবি,
এ আমার আকাশ, শরতের আকাশ
এক ফালি সুখ, একটুকরো বিলাস।

জমিনের কাশফুল, কেন উঁকি দাও?
কী মায়ায় সেজেছো এ প্রাতে?
তোমার হেয়ালী শুভ্র দোলায় হৃদয় উপচিয়ে যায়
আমি অবগাহন করি মর্ত্যলোকের
সুবিস্তৃত রেশমী পালকের স্বর্গ সুখে,
শরতের আকাশ নুইয়ে পড়ে কাশের বনে
শুধুই শুভ্রতায় ডুবি।

দিবা অবসানে-
সপ্তমির জোসনায় ছেয়ে যাওয়া কাশবন
উড়াউড়ি করে,
উঁকি দেয় মধ্যরাতের জানালায়।
আমার খরিদকৃত শরত আকাশ
ছেড়ে যায় মধ্য রাতের অশ্বরাহে
আমি হত বিহ্বল,শুধু দেখি-
নীলে মাখামাখি
একটি শুভ্র রুমাল।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here